তুমি মেঘ পাড়ায় লুকিয়ে থাকা
শান্ত বিকেলের রোদ ছিলে
তুমি বৃষ্টি রাতে শীতল হাওয়া
কথা জড়ানো স্বপ্ন ছিলে
তুমি ছিলে আমায়
যতনে রাখা মায়াবী অনুভব
তোমায় পেয়ে পূর্ণ হলো
এলো মেলো সব কবিতা
ভাবনা-রা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতি-টা [x২]
Share this
Post Views: 13