তোমাকেই ভালোবাসি – Imran & Nancy
অনেক বেশি অগোচল
তবু তোমার কাছেই আসি
এতাই যে আমার তুমি
আমি এই তোমাকেই ভালোবাসি
একটু তুমি অন্যরকম
থাকবে তবু পাশাপাশি
এতাই যে আমার তুমি
আমি এই তোমাকেই ভালোবাসি
কত রকম কথা তুমি
দাও প্রতিদিন আমায়
খুঁজে পাওয়া যায় না তোমায়
কথা রাখার বেলায় (x2)
তোমার মতের সাথে আমার
মেলে না মত বারোমাসি
এতাই যে আমার তুমি
আমি এই তোমাকেই ভালোবাসি
তোমাকে যে পাই না আমি
যেমন করে চায়
দিন শেষ হয় মানতে
তোমার সেচ্ছাচারিত্রায় (x2)
তোমার মতের সাথে আমার
মেলে না মত বারোমাসি
এতাই যে আমার তুমি
আমি এই তোমাকেই ভালোবাসি
আমি এই তোমাকেই ভালোবাসি