তোমরা ছিলে বলেই ছিলো
তোমরা
ছিলে বলেই ছিলো
স্বপ্ন গুলো কাছে
ছোটবেলার রূপকথা
এমনি করেই বাঁচে
আমরা এবার সোনার কাঠি
মুঠোয় তুলে নিই
আজ তোমাদের স্বপ্ন গুলো
সত্যি করে দিই
অনেক
কিছু পাও নি যখন
সময়
গেছে চলে
ছোটবেলার
রূপকথা
এমনি
করে বাঁচে
ইচ্ছে খুশি দিয়ে নেয়া
সময় এসেছে
এখন থেকে সবকটা দিন
হ্যাপি প্যারেন্টস ডে