তুমি রেখেছিলে ভালোবেসে হাত
তুমি রেখেছিলে ভালোবেসে হাত
তুমি অভিমানে কেঁদেছিলে রাত
তুমি মেনে নিলে আঁচলেরি টান
আমি সেই সুরে বেঁধে ফেলি গান
শেষ বেলায়..
তুমি ভেসে আসা শঙ্খের সুর
শেষ বেলায়..
তুমি নিয়ে চলো দূর বহুদূর
শেষ বেলায়….
তুমি মুছে ফেল ক্লান্তির দাগ
শেষ বেলায়..
তুমি ধুলো-মুখি চেনা সংগ্রাম
সব কথা কি এমনি বলা
এক-পা দু-পা এমনি চলার কোন নিয়ম
লেপ-চাদর জড়িয়ে আছো বার বার
তুমি মনে রাখো একফালি রুধ
এসে রেখেছিলো সব অনুরোধ [x২]
শেষ বেলায়..
তুমি ভেসে আসা শঙ্খের সুর
শেষ বেলায়……
তোমার মনের মতো করে
রেখো আমায় এই আশ্বরে
চোখ সরালে যায় না ঢাকা
অনেক স্মৃতির অপচয়
তুমি সাজিয়েছো কাতুলের ঘর
আমি সেই ঘরে খুঁজি সব [x২]
শেষ বেলায়..
তুমি ভেসে আসা শঙ্খের সুর
শেষ বেলায়..
তুমি নিয়ে চলো দূর বহুদূর
শেষ বেলায়….
তুমি মুছে ফেল ক্লান্তির দাগ
শেষ বেলায়..
তুমি ভুলো-মুখি চেনা সংগ্রাম