ডিজিটাল প্রেম – Momtaz
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার
মনে লয় বন্ধু তোমায় দেখি বার বার
এই পরানে নাহি শয়
আর তো দূরে দূরে নয়
মোবাইল ফোনে ওই মুখ দেখা
দিওয়ানা হলাম
এই যে নজর করা ঝটকা মারা
ডিজিটাল প্রেম
যে ঝটকা মারা নজর করা
ডিজিটাল প্রেম (x২)
হয় না পাগল আর দেশের মানুষ
খাইরুনের লম্বা কেশে
খাইরুন এখন সেলফি তুলে
চিরল দাঁতে হেসে (x২)
বউ নিয়া হাইটা যায়
বুক তা নাহি ফাইটা যায়
ভালোবাসা এখন হলো
ফিফটি-ফিফটি যে
এই যে নজর করা ঝটকা মারা
ডিজিটাল প্রেম
এই ঝটকা মারা নজর করা
ডিজিটাল প্রেম
এই যে নজর করা ঝটকা মারা
ডিজিটাল প্রেম
এই যে নতুন দিনের নতুন ডিজিটাল প্রেম