ডাকছে যে মানুষ মেলা
রক্তের খেলায় হয়েছে লাল
আজ ধর্মের নামাবলি..
জাতের নেশায় মেটেছে
রোজের চেনা অলি-গলি
খবর নেটের দুনিয়ায়
শুনি রোজ হাজার-ও প্রাণ যায়
বিধেহী আত্মা হিসেব চায়
কাবা-কাশি মদিনা..
সবার উপরে মানুষ সত্য
তার উপরে নাই
একতারা-তে সুর টি বেঁধে
তাইতো মানুষের গান গাই
মানুষ ধর্ম মানুষ কর্ম
উজান শু-এর ভেলা
গাইবে ফকির গাইবে বাউল
হোক মানুষ মেলা
শুরু হোক আনা-গোনা
মানুষ দেখে মানুষ চেনা
সহজিয়া গানের সুরে
জেগে থাক মানুষ মেলা.. (x২)
যে কিশোর চায় গিটার হাতে
মানুষের কথা বলতে
মুক্ত মনচে থাকুক ওরাই
ডলে ডলে গান গাইতে
বিভেদ ভুলে এগিয়ে চলে
আজন্মশুক্তির দলে
মানুষ প্রেমের মানুষ মেলার
ওই তো মাখা আসমানে
শুরু হোক আনা-গোনা
মানুষ দেখে মানুষ চেনা
সহজিয়া গানের সুরে
জেগে থাক মানুষ মেলা.. (x৩)
না দেখিলাম কৃষ্ণ খোদা
আল্লাহ হরি… (x২)
মানুষ মজে মানুষ হয়ে
মানুষ ধরি (x২)
কৃষ্ণ থাকেন বৃন্দাবনে
আল্লাহ মদিনায়..
নিরাকারে রূপের ছটায়
দুয়ে মিলে এক হয়….
প্রেমের পথে ফেরো এবার
লক্ষ্য জীবন ঘুরে.. (x২)
এই মানুষে মানুষ খোঁজো
সহজ গানের সুরে (x২)
তিন-টি দিনের এই তো মেলা
নর-নারায়ণ খেলা (x২)
বাঁধন ছিঁড়ে মেশো ভিড়ে
ডাকছে যে মানুষ মেলা….