টেক মি হোম

এই কার হোসোইর গান রুমালে হঠাৎ
এই কার মনে স্নান রুমালে হঠাৎ
পার্কের রেলিং-এ ওকাজের ভিড়ে
ডাকছে ইচ্ছে ডাক কেউ চিঠি পাঠাক..
টেক মি হোম
টেক মি হোম [x২]

টুকরো কুচি রোদ ফুটছে পায়ে আজ
একটা কয়েন টস মায়াবী আন্দাজ
ওই তো ছোট্ট প্লেন আকাশে মশগুল
নাচোর মাছের ঝাঁক একটা চেনা ভুল..

টেক মি হোম
টেক মি হোম [x২]

স্নানের দু-ধারে ফোটে স্মৃতি
ঘুমের ছায়ায় ঝরে মায়া
ফোটা ফোটা সন্ধ্যের দেশে
আদরের আলো সে মিশে.. [x২]

টেক মি হোম
টেক মি হোম [x২]

রোদ দানা পাতায় দুয়ে দুয়ে পাঁচ
কফি-র ধোঁয়ায় কি গল্প আকছে কাঁচ
রাস্তার কনসার্ট খেই হারিয়ে
হাইরাইজ-এর গায়ে মন কেমন করেছি..

টেক মি হোম..
টেক মি হোম [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *