ঝিরি ঝিরি তুমি বাও
সা সা-গ রে গ সা রে
সা সা-গ রে গ রে গ সা (x২)
ঝিরি ঝিরি ঝিরি, ঝিরি ঝিরি ঝিরি
ঝিরি ঝিরি ঝিরি
ঝিরি (x২)
তুমি বাও, তুমি বাও, তুমি বাও
মনের আকাশে, মনের বাতাসে
মনের আকাশে, মনের বাতাসে
আগুন লাগিয়ে তুমি চলে যাও (x২)
বয়েছে দহন স্রোত ধমনী শিরায়
স্নিগ্ধ আগুন যেন স্বর্ণ ধারায় (x২)
উড়ে চলে মন আমার
বুঝতে কি পাও?
উড়ে চলে মন আমার
বুঝতে কি পাও?
তিরি তিরি তিরি, তিরি তিরি তিরি
তিরি তিরি তিরি
তিরি (x২)
তুমি বাও, তুমি বাও, তুমি বাও
মনের গভীরে ধীরে ধীরে তীরে
ধারায় ভাসিয়ে তুমি চলে যাও
সা সা-গ রে গ সা রে
সা সা-গ রে গ রে গ সা (x২)
আমাকে ভাসালে যে ধারায় তুমি
ভাসবে তোমারও যেন মনের ভূমি (x২)
ভেসেই যদি যেতে হয়
হাত তা বাড়াও
ভেসেই যদি যেতে হয়
হাত তা বাড়াও
ঝিরি ঝিরি ঝিরি, তিরি তিরি তিরি
ঝিরি ঝিরি তিরি
তিরি
ঝিরি ঝিরি ঝিরি, ঝিরি ঝিরি তিরি
তিরি তিরি ঝিরি
ঝিরি
তুমি বাও, তুমি বাও, তুমি বাও
মনের আকাশে, মনের বাতাসে
মনের আকাশে, মনের বাতাসে
আগুন লাগিয়ে তুমি চলে যাও