ঝিরি ঝিরি কিছু বৃষ্টির সাথে
ঝিরি ঝিরি কিছু বৃষ্টির সাথে
খেলনা পেয়েছি..
এলো মেলো যতো জলের ছাঁটে
পাখনা মেলেছি.. [x২]
হবে কি হবে না জানি
যাই চেষ্টা চালিয়ে..
চুপি চুপি আমি লোকাই
দেখো ডিব্বি পালিয়ে..
কানে কানে লোকে বলে
বলুক আমায় নিয়ে..
ঝিরি ঝিরি কিছু বৃষ্টির সাথে
খেলনা পেয়েছি..
এলো মেলো যতো জলের ছাঁটে
পাখনা মেলেছি..
মন কাঠবেরালি, ছুচলো কোন গলি
কেউ তো হদিশ জানে না..
মিঠে স্বপ্ন মেশে, যন্ত্রণা আসে
মন তো মানেও মানে না..
শুধু তোমার কোঠায় ভেবে
আমি এমনি চলে যাই..
তোমায় থাকো আমার ঘরে
তোমায় ঘুরি করে ওড়াই..
ঝিরি ঝিরি কিছু বৃষ্টির সাথে
খেলনা পেয়েছি..
এলো মেলো যতো জলের ছাঁটে
পাখনা মেলেছি..