জানি পাল্টে যায় সময় সবারই

জানি
পাল্টে যায় সময় সবাইরি
হয়তো
নিয়ম-ই তাই হয়তো নয়
মন-ও
পাল্টে নেয় নিজের ঘর বাড়ি
হয়তো
বদলে সে যায় হয়তো নয়
কার
কাছে দেয়া কার কথা
দেওয়ালে
হয়ছে লেখা-জোখা
তুই
ভয় পেলেই আমি যুদ্ধে নেই
হয়তো
তাই রয়েছে ফিরে দেখা
পকেটে
বন্দি থাক পুরোনো বন্ধুতা
বালিশে
মুখ লোকাক যত কথার কথা
জানি
পাল্টে যায় সময় সবাইরি
হয়তো
নিয়ম-ই তাই হয়তো নয়

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *