জান কুবুল জান কুবুল
বুকের ভেতর হাইওয়ে
তুমি ছুঁটিয়েছ জিপ
ধুধু ঠোঁটে স্টপেজ আমার
সাহসী যদি [x২]
এখন থেকে জল-আগুন আর
আকাশ কে নেই ভয়
হাতে রাখো হাত
তারপর দেখি না কি হয়
বেপরওয়া দিন বলে হলে হবে ভুল
বেবি আই লাভ ইউ জান কুবুল,
জান কুবুল…
দুনিয়া যত ব্যারিকেডে
বেঁধে রাখে মন
তুমি আছো বলে সে সব
ভেঙেছি কখন [x২]
চোখ-রঙানি থোরাই কে আর
ভয় পাই না কিছু কে
চিতার উপর শুয়ে আছি
মাথা রাখো বুকে
মানেনি বারণ চোখ
দিয়েছি মশুল..
বেবি আই লাভ ইউ জান কুবুল,
জান কুবুল …
রা রা না না না…
আমার সাথে মন লাগে না
কোন ভোলাটা কিছু
আগুন পায়ে হেটে যাবো
তোমার পিছু পিছু
ছাবুক খেয়েও চুপ করি নি
যখন নিয়েও হাসি.. হি
সবকিছুই একটাই কারণ
তোমায় ভালোবাসি..
জান কুবুল, জান কুবুল
বেবি আই লাভ ইউ জান কুবুল [x৩]