ছোট শহরের গান – Anupam Roy
যে জানলে রোদ আসে..
ছড়িয়ে যায় আমার কোলে..
যে জানলে ট্রেন আসে..
তোমার ঘুম থেকে আমায় তোলে (x২)
আমার পাতা থেকে ঝরে পড়ে
কথার ছুরি কাটা চামচ
কতটা কালো হলে অন্ধকার
কতটা সাদা হলে কাগজ
বহুদিন ধরে..
ছেরে চলে যাব ভাবি
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি..
আরো এগিয়ে আসতে দাও..
নিতে দাও আমার বুকে..
একটু শুয়ে থাকতে দাও..
ঘুম পারানি এই বন্ধুকে..
এখানে ফাঁকি দিতে ভালো লাগে
ফাঁকিতে বাকি থাকি আমি
গড়িয়ে চলে যাব ট্রাকের নিচে
যদি না একদিন থামি
বহুদিন ধরে..
ছেরে চলে যাব ভাবি
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি.. (x২)