ছোট একটা ভোর তার আলো অনেক
ছোট একটা ভোর, তার আলো.. অনেক
সে ঠিক ঘুম ভাঙাবে
সকালের আবির, ধরেছি মুঠোয়
সে কোন রঙে রাঙাবে..[+২]
ছুটে যাক, সারাদিন, চেনা রোধ বাধাহীন
ছুটে যাক না যাক না যাক সারাদিন
চেনা রোদ্দুর স্বপ্ন রঙিন
ছুটুক সারাদিন..
হুম..বেপরোয়া ইচ্ছে কোনো লাগাম জানে না
আঙুল আঁকে সূর্য সে দিগন্ত মানে না
দেখো ইচ্ছে সে দিগন্ত মানে না…
ছোট একটা ভোর, তার আলো.. অনেক
সে ঠিক ঘুম ভাঙাবে
সকালের আবির, ধরেছি মুঠোয়
সে কোন রঙে রাঙাবে..[+২]
ছুটে যাক, সারাদিন, চেনা রোধ বাধাহীন
ছুটে যাক না যাক না যাক সারাদিন
চেনা রোদ্দুর স্বপ্ন রঙিন
ছুটুক সারাদিন..
হুম..বেপরোয়া ইচ্ছে কোনো লাগাম জানে না
আঙুল আঁকে সূর্য সে দিগন্ত মানে না
দেখো ইচ্ছে সে দিগন্ত মানে না…
জীবনকে এই বেশ মুঠোয় নিলাম আজ
ঝিকিমিকি সোনা রুদ্দুরে
সময় পেরোয় পথ এক-ঝটকায়
দু চোখ যেতে চায় যাক দূরে..[+২]
ভেঙেছে ঘুম কত স্বপ্ন চোখে
এসেছে স্বপ্নের ভোর..
সবারি হাত রাখা অন্য হাতে
সবারি শক্ত পায়জোর…
যদি কোনোদিন শেষ হবে রাত
দিন হবে এখানে
দেখা হবে ঠিক সে প্রান্তরে
আকাশ মেশে যেখানে
জানি কোনোদিন শেষ হবে রাত
দিন হবে এখানে
দেখা হবে ঠিক সেই প্রান্তরে ..
আকাশ মেশে যেখানে..
দেখা হোক, দেখা হোক কিছু জেদ কিছু রোধ
দেখা হোক না হোক না হোক দেখা হোক
চেনা রোদ্দুর স্বপ্ন রঙিন দেখুক দুটো চোখ
স্বপ্নে পাওয়া রোদ্দুর যেন রাত্রি আনে না
চলতেই থাকে এই পথ যেন পিছু টানে না
দেখো রুদ্দুর যেন রাত্রি আনে না….