চক চক করলেই হয় না সোনা – Akassh & Antara Mitra
গেটআপ সেটআপ দেখে তো চেনা যায় না
ভালো কিংবা মন্দটা বোঝা যায় না (x২)
চক চক করলেই হয় না সোনা (x৪)
শোন রে, শোন শোন শোন রে
তুই সোনার কদর বুঝবি কী করে
গণ রে, খুচরো গণ রে
তুই ডলার পাউন্ড চিনবি কী করে.. (x২)
আর তুই আনাড়ি ফাঁকা হাড়ি
বেশি বাজিশ না
বক বক করে আমার মাথা খাস না
বক বক করে আমার মাথা খাস না
চক চক করলেই হয় না সোনা (x২)
থাম না আরে তুই থাম না
জানি কৌড় বেঙ্গে দুনিয়া চেনে না
খাস না এতো ভাও খাস না
তোর তাল-পুকুরে ঘটি ডুবে না.. (x২)
তুই রাঙা মুলো ভাঙা কুলো
কোনো কাজের না
বক বক করে আমার মাথা খাস না
বক বক করে আমার মাথা খাস না
চক চক করলেই হয় না সোনা (x৪)