ঘুম আসে যায় চোখের পাতায়
ঘুম আসে যায় চোখের পাতায়
আমার সোনা ঘুমাবে (x২)
স্বপ্নপুরীর চাঁদের বুড়ির
রূপোর কাঠি চোয়াবে
স্বপ্নপুরীর চাঁদের বুড়ির
রূপোর কাঠি চোয়াবে
ঘুম আসে যায় চোখের পাতায়
আমার সোনা ঘুমাবে
মেঘেরা এসে চুপ করে কপালে
এঁকে দেবে নরম আদর (x২)
বাতাস শোনাবে ঘুমপাড়ানির সুর
আসবে সোনার ঘুম ওঘর
ঘুম আসে যায় চোখের পাতায়
আমার সোনা ঘুমাবে (x২)