গোয়েন্দা গিন্নি
যা দেবী সর্বভূতেষু
বুদ্ধি রূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ
নমস্তস্যৈ নমো নমঃ
তর্কারিতে পাঁচ ফোড়ন আর অপরাধের প্রুফ
হেঁশেল থেকে রহস্য এক অঙ্গে দুটি রূপ
শুদ্ধি ছড়ায় সংসারে তার বুদ্ধিটি মনীষী
রাধে বারে চোর ধরে
বউ মা ডিটেকটিভ
গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি
গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি [x২]