গুরু ঘর বানাইলা কী দিয়া
গুরু ঘর বানাইলা কী দিয়া
দরজা জানলা কিছু নাই
কেমন তোমায় দেখতে পাই গুরু
ঘর বানাইলা কী দিয়া [x২]
হেই গুরু ঘর বানাইলা কী দিয়া
এখানেই আমি ছাড়া
আর থাকে না কেহ
পোকা মাকড় খাইয়া গেলো
সুন্দর ওই দেহ
তোমার কাছে ছাইড়ে পোনা
কইরো না কইরো না মানা
গই গুরু কান্দিয়া
গই গুরু কান্দিয়া
ঘর বানাইলা কী দিয়া
গুরু ঘর বানাইলা কী দিয়া
দরজা জানলা কিছু নাই
কেমন তোমায় দেখতে পাই গুরু
ঘর বানাইলা কী দিয়া
গুরু ঘর বানাইলা কী দিয়া
আমার রুহু-ওপর মাঝে
নাই তো এখন গুরু
করতে হবে আজ থেকে হায়
নতুন জীবন শুরু
রোজকেয়ামত আসবে কবে
সাজান মিয়াদ শেষ কী হবে
মুক্তির সাধ নিয়া
মুক্তির সাধ নিয়া
ঘর বানাইলা কী দিয়া
গুরু ঘর বানাইলা কী দিয়া
দরজা জানলা কিছু নাই
কেমন তোমায় দেখতে পাই গুরু
ঘর বানাইলা কী দিয়া [x২]
গুরু ঘর বানাইলা কী দিয়া…