গাছে গাছে রোদ ঝিলমিল লেগে যায়
গাছে গাছে রোদ ঝিলমিল লেগে যায়
ভেজা ভেজা হাওয়া মেঘে মিশে যায়
ঘুরে ঘুরে ঘুরে
দূরে দূরে দূরে
ঘুরে ঘুরে ঘুরে
দূরে দূরে উঠে যায়
দূরে দূরে দূরে
ঘুরে ঘুরে ঘুরে
দূরে দূরে দূরে
ঘুরে ঘুরে চলে যায় [x২]
যেতে পারো তুমিও আমার সাথে
পেতে আরো গল্প শূন্য হাতে..
গাছে গাছে রোদ ঝিলমিল লাগে যায়
ভেজা ভেজা হাওয়া মেঘে মিশে যায়
দুর্বিনে সুর ছিলে
জল-রেলিং আলপনা
ক্যাকটাসে ভেজা ঘাসে
দোলনা আনমনা
বাতাস ঘোরে রোজ ভরে
চুল হয়ে গান শোনায়
চিমনির ধোয়া আজ শোয়া
বালিশের যন্ত্রণা
যেতে পারো তুমিও আমার সাথে..
পেতে আরো গল্প শূন্য হাতে..
গাছে গাছে রোদ ঝিলমিল লাগে যায়
ভেজা ভেজা হাওয়া মেঘে মিশে যায়
শেলাই সময় স্বপ্ন ময়
কুয়াশায় জল-ছবি
কাঠ-পালিশ মন নালিশ
অবেলায় পৌঁছাবি
ধুলো জমা অনেক খোঁজা
ছায়া মতলবি
কি বোকা গুটি পোকা
প্রজাপতি হবি
যেতে পারো তুমিও আমার সাথে
পেতে আরো গল্প শূন্য হাতে..
গাছে গাছে রোদ ঝিলমিল লাগে যায়
ভেজা ভেজা হাওয়া মেঘে মিশে যায়
গাছে গাছে রোদ ঝিলমিল লাগে যায়
ভেজা ভেজা হাওয়া মেঘে মিশে যায়