খোলো দোয়ার বধূয়া – Emon Chakraborty
থেয়ার সানশাইন অন দ্য মাউন্টেন্স
অ্যান্ড আ ব্রেথ দ্যাট কলস টু মি
দেয়ার ইজ আ হার্ট দ্যাট বিটস ফরেভার
ইট সেস কল মি ফ্রি
খোলো
দ্বার বধূয়া
রয়েছে সে ডরায়ে
দেখো পরানো চলে যায়
রয়েছে সে ডরায়ে
খোলো দোয়ার বধূয়া
রয়েছে সে ডরায়ে
আজ দক্ষিণ হাওয়ার সামনে
সে হৃদয়ে নাচিয়া যায়
আজ বধূর আঁখি পাতে
কোন স্বপন এলো হায়
খোলো দ্বার বধূয়া
রয়েছে সে ডরায়ে
আই নো নট হোয়্যার আই ওয়ান্ডার
ইউর লাইট শাইনস ট্রু ফর মি
ইউ হোল্ড মাই হ্যান্ড ফর ডার্কনেস
অ্যান্ড সে কাম বি ফ্রি
পেউ, পেউ, পেউ কাহা
পেউ কাহা বলে যায়
ওই মনেরি বাঁধনে অনেক যতনে
মনেরি বাঁধনে অনেক যতনে
রেখেছি ধরিয়া তারে
স্বপন ঘরে ছুঁইয়া মোরে
বাঁধিবে মায়ারও ডোরে
বাঁধিবে মায়ারও ডোরে
খোলো দ্বার বধূয়া
রয়েছে সে ডরায়ে
দেখো পরানো চলে যায়
রয়েছে সে ডরায়ে
আজ দক্ষিণ হাওয়ার সাথে
সে হৃদয়ে নাচিয়া যায়
আজ বধূর আঁখি পাতে
কোন স্বপন এলো হায়
খোলো দোয়ার বধূয়া
রয়েছে সে ডরায়ে (x২)