খোকাবাবু – Star Jalsha Serial Song
মা গো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান
তুমি মা
মায়ের আঁচল, মায়ের স্নেহ
কোথায় গেলে পাবে কেহ (x2)
তোমার চরণে আমার জীবন..
মা গো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান
তুমি মা
খোকার ঘুমে পাড়া জুরালো
বর্গী আসে না
মা যে তাকে আগলে রাখে
বুকের মাঝে তার
মায়ের গল্প, মায়ের ছোঁয়া
চাঁদ মামা টিপ দিয়ে যায়
স্বর্গদ্বীপ গরিয়াসি মা..
মা গো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান
তুমি মা
বুলবুলি তে ধান খেয়ে যায়
মায়ের খবর যেতেনা
হাসি মুখে তবু মা বলে
খা খোকা খা
পৃথিবী বদলে গেলেও
সব রং পাল্টে গেলেও
একি থাকে মায়ের মমতা..
মা গো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান
তুমি মা