কে আছো কোথায়
এই শহর বহি নগর ঘর, কে আছ কোথায়
ঘৃণা বা উষ্ণ বসর, কে আছ কোথায়
এই শহর বহি নগর ঘর, কে আছ কোথায়
ঘৃণা বা উষ্ণ বসর, কে আছ কোথায়
হঠাৎ করে ফুরোনো বিকেল, কে আছ কোথায়
অঙ্কের কথা জ্যামিতির স্কেল, কে আছ কোথায়
জানি না সবাই আজো আছ কিনা একই ঠিকানায়
এই শহর বহি নগর ঘর, কে আছ কোথায়
ঘৃণা বা উষ্ণ বসর, কে আছ কোথায়
এই সোনার ভরা আকাশ চাদর, কে আছ কোথায়
রাত্রি বা রোদের আদর, কে আছ কোথায়
হঠাৎ করে ফুরোনো বিকেল, কে আছ কোথায়
অঙ্কের কথা জ্যামিতির স্কেল, কে আছ কোথায়
জানি না সবাই আজো আছ কিনা একই ঠিকানায়
কে আছ কোথায়…..
কে আছ কোথায়…..
কে আছ কোথায়…..
সুখ পাখির শেষ আশ্রয় সোনার খাঁচায়
বারে বারে তারা জানতে চায়, কে আছ কোথায়
সুখ পাখির শেষ আশ্রয় সোনার খাঁচায়
বারে বারে তারা জানতে চায়, কে আছ কোথায়
এক ছুটে পালানো দুপুর ঝড়ান আমায়
স্মৃতিদের ভিড়ে কখনো কি একা থাকা যায়
সবলোক হতে চাওয়া ইচ্ছের প্রশ্ন শানায়
কে আছ কোথায়…..
কে আছ কোথায়…..