কিছু দেখি না কিছু জানি না
আমার ভাবনার সবটা ছুঁয়ে
ছড়িয়ে আছো হৃদয়ে [x২]
হো.. আমার দিন রাত্রি গুলো
গেছে সব তোমার হয়ে
কিছু দেখি না কিছু জানি না
কিছু বুঝি না..
তোমাতেই মগ্ন থাকি হয় আনমনা [x২]
ও.. চোখের তারায়, না দেখলে তোমায়
সব কিছু অন্ধকার লাগে
ও.. ছোঁড়ালে কি অচিন মায়া
ভালোবাসার অনুরাগে
ও.. তুমি হীনা, বাঁচা যায় না
এমন-ও জীবন কভু চাই না
কিছু দেখি না কিছু জানি না
কিছু বুঝি না..
তোমাতেই মগ্ন থাকি হয় আনমনা [x২]
ও.. মনের ভেতর, বাঁধলে আমায়
কি মমতার পরশে
ও.. লুকিয়ে কি রাখবে আমায়
তোমার বুকের বাম-পাশে
হো.. পৃথিবীটা লাগে অচেনা
যখন আমার কাছে থাকো না
কিছু দেখি না কিছু জানি না
কিছু বুঝি না..
তোমাতেই মগ্ন থাকি হয় আনমনা [x৪]