কালার বাঁশি বাজে তবু রাধা আসে না
কালার বাঁশি বাজে তবু রাধা আসে না
রাধা রাধা করে মন তবু ভালোবাসে না
রাধা রাধা করে মন তবু ভালোবাসে না
এই পড়া ফাগুন মাসে রাধা যদি নাইবা আসে
এই পড়া ফাগুন মাসে রাধা যদি নাইবা আসে
পড়ার বাঁশি বাজবে কি যমুনায়..
কালার বাঁশি বাজে তবু রাধা আসে না
নিষ্ঠুর নগর কেমন তারে ভালোবাসে না
বুকের মাঝে ভাঙা খাঁচা
পাখি ওড়ে যায়
রাই যে আমার পথ হারালো
কোন সে যমুনায়
সাজনি দিন রজনী
রাধা রাধা বলে যায়
জলে পুড়ে মরলো রাধা
যৌবন জ্বালায়..
কালার বাঁশি বাজে তবু রাধা আসে না
নিষ্ঠুর নগর কেমন তারে ভালোবাসে না
প্রীতির কেমন রীতি আজ কাল কেঁদে যায়
আমার প্রীত কালার লাগে মন
রাধা হতে চাই