ও বন্ধু তোকে মিস করছি ভীষণ – Prince Mahmud

একলা ঘর, ধুলো জমা গিটার
পড়ে আছে রেলিং
পড়ে আছে শেক্সপিয়ার
দিশার জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেই তো
নেই রে কাছে..
ও বন্ধু তোকে..
মিস করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই..
আর জমে না এখন
ও বন্ধু তোকে..
মিস করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই..
আর জমে না

তোকে ছাড়া হয় না*
হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন
হয় না দেখা

থমকে যায় মনে
এই বুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরখোনে
কেনো হয় যে এমন..

ও বন্ধু তোকে..
মিস করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই..
আর জমে না এখন
ও বন্ধু তোকে..
মিস করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই..
আর জমে না

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *