এমন যদি হতো আমি মরবো না

এমন যদি হতো, আমি মরবো না
ও তোমায় নিয়ে বেঁচে থাকবো
এক-জন্মে হাজার বছর
তোমায় ভালোবাসবো [x২]
এমন যদি হতো, আমি মরবো না
ও তোমায় নিয়ে বেঁচে থাকবো
আমার এ নয়ন দুটি তোমাকে দেখার জন্য
আমার এ জীবন খানি তোমাকে দেয়ার জন্য [x২]
মন তা বলে যতন করে
মনের মাঝেই রাখবো..
এমন যদি হতো, আমি মরবো না
ও তোমায় নিয়ে বেঁচে থাকবো

তোমাকে পাওয়ার পরে
দেখি যে নতুন স্বপ্ন
তোমারি ভাবনাতে
থাকি যে শুধুই মগ্ন [x২]
হাত তা বলে বাঁধন হয়ে
তোমায় আমি বাঁধবো..

এমন যদি হতো, আমি মরবো না
ও তোমায় নিয়ে বেঁচে থাকবো
এক-জন্মে হাজার বছর
তোমায় ভালোবাসবো
এমন যদি হতো, আমি মরবো না
ও তোমায় নিয়ে বেঁচে থাকবো

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *