একা একা মন মরা হও যদি ঘুম হারা
একা একা মন মরা
হও যদি ঘুম হারা,
মাঝ রাতে খুঁজে পেলে
হারানো ছন্দ।
তখনই কি আলো জ্বেলে
একটানে খাতা খুলে,
সাদা পাতা ভরে দেবে
হাজারও শব্দ। ও হো, ও …
হুঁ.. যদি আমি নাই লিখি
মনে মনে ধরে রাখি,
যত ছবি যত কবিতা।
তাতে তুমি কিবা পাবে
কেউ যদি নাই জানে?
কি ছিল মনের কথাটা।
ও.. সময়েরই সাঁকো ধরে
যাও দূরে ওই পারে,
সেই রাতে যদি ঝড়ে ভাঙ্গে সেতুটা।
তুমিও কি কালো মেঘে
দিশেহারা হয়ে যাবে?
নাকি ঘুরে ছুটে যাবে দেখবে শেষটা?
যদি ঘড়ি পিছু হাঁটে
কিভাবে যে দিন কাটে,
ঘষাকাঁচে সবই অচেনা।
দেখো যদি খোলা মনে
কেটে যাবে থম-থমে,
না পাওয়ার চাপা বেদনা।
আর নোই মন মরা
রাত নয় ঘুমহারা,
মনে যদি ফিরে আসে হারানো ছন্দ।
তখনই কি আলো জ্বেলে
একটানে খাতা খুলে,
সাদা পাতা ভরে দেবো
হাজারও শব্দ.. ও হো, ও …