একশো বৃন্দাবন – Nakash Aziz & Payal Dev
তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন
হে তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর মুডে নেই এখন (x২)
কোন সে লগনে, হবি তুই কোনে
ডোকা হয়ে যাবি একলা জীবনে
কারো আর শুনবি না বারণ . . .
তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর মুডে নেই এখন (x২)
হে চল আজ জানিয়ে দেব দুনিয়া টাকে
কেন মনে রঙ-বেরঙের বেলুন উঠে থাকে
হা দেখে শুনে তোকে বুঝে গেছি
কেন মনে আকাশ কুসুম চিন্তারা
জমতে থাকে
দূরে দূরে থাকি, মনে মনে ডাকি
দিনে হবি আলো, রাতে-তে জোনাকি
কারো আর শুনবি না বারণ . . .
তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর মুডে নেই এখন (x২)
আয়না বায়না করছে মন-টা খুবি
আজ তোর গভীর জলে চল না
আমি ডুবি.. আ হা
তোকে নিয়ে কোনো কথা হবে না
শুধু তোর ফোটো ফ্রেমে
আমি হবো ছবি
কোন সে লগনে, হবি তুই কোনে
ডোকা হয়ে যাবি একলা জীবনে
কারো আর শুনবি না বারণ . . .
তোকে নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর মুডে নেই এখন (x২)