একদিন একলা হোস কোনো সন্ধ্যে ভিড়ে – Arpan Karmakar
হারিয়েছে ইচ্ছে-রা
কেনো এই মন ভুলে
জালিয়ে রাখ মনটাকে
আসবো আমি বলে
একলা চাঁদ নামে আয়,
আমার এই একলা ঘরে
ভুলতে চাই সব আজ
তবু তা মনে পড়ে
হারিয়েছে ইচ্ছে-রা
কেনো এই মন ভুলে
জালিয়ে রাখ মনটাকে
আসবো আমি বলে
সকাল, বিকেল দুপুরে
অথবা স্বপ্নের মাঝ-রাতে
পুরোনো ছবি-দের ভিড়ে
আবছা প্রেম ঘুরে ফেরে
একদিন একলা হোস
কোনো সন্ধ্যে ভিড়ে
পৌঁছাবো উজান বেয়ে
তোর নির্জন তীরে (x2)
একলা চাঁদ নামে আয়,
আমার এই একলা ঘরে
ভুলতে চাই সব আজ
তবু তা মনে পড়ে
সকাল, বিকেল দুপুরে
অথবা স্বপ্নের মাঝ-রাতে
পুরোনো ছবি-দের ভিড়ে
আবছা প্রেম ঘুরে ফেরে