একটা গল্প বলি শোনো – Anupam Roy
ইতিহাস সব মনে রাখে..
চুম্বন দংশন ক্ষত
ইতিহাস মরে বেঁচে যায়
অনাহত ছায়াদের মতো (x২)
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
তোমাকে হরিণ ভেবে মেয়ে
শাপদের আঁচড়াতে থাকে (x২)
শরীর চুবিয়ে নিয়ে জলে
জনিতে আগুন জ্বলে রাখে
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
তবুও-তো পাহাড় ডিঙিয়ে
মেঘ নামে আসে সমতলে
স্বাধীন শস্য ভরা খেত
শেকল ভাঙার কথা বলে (x২)
ছায়ারা মানুষ হয়ে যায়
পুরনো দেউলে ছবি আঁকে (x২)
চাঁদ ডুবে গেলে ভোরে
ইতিহাস একা জেগে থাকে
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো (x২)