এক মুঠো প্রেম যদি দাও
এক মুঠো প্রেম যদি দাও
এক পৃথিবী সুখ দেবো
এই তোমাকে আমার করে নেবো [x২]
তোমার দানায় হবো মেঘ
জানা অজানায় হবো আবেগ
প্রতিদিন হবো রঙিন
তোমার ছায়ায়
দিনের সন্ধ্যায় চাই তোমায়
রাতেরি জোছনায় চাই তোমায়
বড়বেশী ভালোবাসি আমি তোমায়..
হো.. এক মুঠো প্রেম যদি দাও
এক পৃথিবী সুখ দেবো
এই তোমাকে আমার করে নেবো
হো.. দিন থেকে রাত
ধরে রাখো না হাত
হাতের মালায় লুকাও আমায়
ছেরো না হঠাৎ..
বলছি তোমায়.. মনতো তোমাকে চায়
কাছে আরো আসতে পারো বাধা কোথায়
মনের ভেতর করো বাস
আছে সাগর ছুঁয়ে আকাশ
প্রতিদিন হবো রঙিন
তোমার ছায়ায়….
দিনের সন্ধ্যায় চাই তোমায়
রাতেরি জোছনায় চাই তোমায়
বড়বেশী ভালোবাসি আমি তোমায়..
হম.. এক মুঠো প্রেম যদি দাও
এক পৃথিবী সুখ দেবো
এই তোমাকে আমার করে নেবো
ও সুইট হার্ট… [x৪]
হম.. সব চাওয়াতেই
খুঁজেছি তোমাকেই
ছায়া তুমি মায়া তুমি
স্বপ্ন তুমি..
দুটি হৃদয়.. শুধু যে মনে হয়
বলছি যেনো অল্প কেনো
পাবার সময়..
প্রাণের ছবি তুমি রোজ
হলাম কবি তুমি কাগজ
প্রতিদিন হবো রঙিন
তোমার ছায়ায়
দিনের সন্ধ্যায় চাই তোমায়
রাতেরি জোছনায় চাই তোমায়
বড়বেশী ভালোবাসি আমি তোমায়..
হম.. এক মুঠো প্রেম যদি দাও
এক পৃথিবী সুখ দেবো
এই তোমাকে আমার করে নেবো