এক ঝলকে আমাকে ছুঁয়ে গেলো যে
এক ঝলকে আমাকে ছুঁয়ে গেলো-যে
দু চোখ ফেরাতে দেখি নি সে
যাচ্ছি ভেসে ভালোলাগার আবেশে
পাগলে করে দিয়েছে সে আমায়
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…
চাঁদের আলো দিয়ে রূপসী বানিয়ে
পাঠিয়ে বিধাতা দিয়েছে জানিয়ে
প্রতি অনুভবে সে আমারি হবে সে
হৃদয়ে রবে সে যাবে না হারিয়ে
ঘুমহীন রাত চলে যায়
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…
হুঁ.. ছুরি ভাঙা হাসি,
প্রেমেরি তো ফাঁসি
স্বপনেরি সাগরে ডুবি আর ভাসি
পিছু পিছু ডাকে সে,
সুখ ছবি আঁকে সে
কিছু অনুরাগে সে বলে ভালোবাসি
পরেছি রূপের মায়ায়
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…
কাছে থেকেও দূরে রয়ে যায়
উহু…