এই রাত ভালোবাসার এই চাঁদ সর্বনাশা – Silajit Majumder
শরীরে সীমানায়
একে রাখি এই কাটা তার
একা রাত জলে যায়
ডুবে ডুবে হবে সাতার
দু চোখ বন্ধ তোমার
খোঁজে গন্ধ আমার
আজ পাহাড় চুরোয় কিছু নরম কুরোয়
সখে আছে হাতের পাতা
এই রাত ভালোবাসার
এই চাঁদ সর্বনাশা
এসো গোপনে..
এই রাত ভালোবাসার
চেনা থোথের মিঠে পাড়া
শিকারী হরিণ ছুটায়
ছোট তিলে ফোঁটে তারা
জিরোনোর সময় কোথায়
তোমাকে খুলে ফেলে
জুড়ে নেব দশ ছেলে
যদি সরাটা রাত চলে শরীর কোরাট
তবু ধার কমে যাবে না তো তার
এই রাত ভালোবাসার
এই চাঁদ সর্বনাশা
এসো গোপনে..
এই রাত ভালোবাসার