এই ছেলে টা ভেলভেলে তা আমার পাড়ায় যাবি
এই ছেলে টা ভেলভেলে তা
আমার পাড়ায় যাবি ?
একটা দুটো পয়সা দেব
মুড়কি কিনে খাবি এই..
এই ছেলে টা কেবলা পোনা
চুপ করে থাক চুপ
এই ছেলে টা ভেলভেলে তা..
এক পয়সা দু পয়সা
পয়সা পরে টুপ
এই ছেলে টা কেবলা পোনা
চুপ করে থাক চুপ
ভেবলা চোখে রাত জেগেছিস
চোখের কোণের ঘুম
হাতের মুঠোয় পান পাতা
পাতায় লেগে চুন
এই ছেলে টা ভেলভেলে তা..
পান সুপারি পানসুপারি
কোন পাড়াতে যায়
ভেবলা ছেলে ভাব করবো
আমার পাড়ায় আয়, আয় না
বাড়ির সঙ্গে আরি এখন
পাড়ার সঙ্গেও আরি
এই ছেলে টা ভেলভেলে তা
তোর সঙ্গে দেব পাড়ি
পাড়ি দিলাম সাত পাড়া-পাড়
হলদে সবুজ বন
কেবলা চোখে হাত ধরেছিস
হাতে তুললাম মন
এই ছেলে টা ভেলভেলে তা