আসমানে যাইও নারে বন্ধু লিরিক্স

ওওও.. আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

ও বন্ধুরে.. সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া

ও বন্ধুরে.. সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

ও বন্ধুরে.. না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়

ও বন্ধুরে.. না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়
তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়

বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *