আসমানি আসমানি ভুলে গেছিস আমায় আমি তা জানি
আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
তোর খোঁপায় ফুল দিয়ে করেছি ভুল
আছি এখন নিয়ে চোখের পানি
আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
নজরে নজরে প্রেমের আদরে
রেখেছিলাম তোরে বুকের গভীরে
ওহো… নজরে নজরে প্রেমের আদরে
রেখেছিলাম তোরে বুকের গভীরে
পাইনি সমাধান, কেনো এ অভিমান
দূরে চলে গেলি আমায় একা করে
তোর খোঁপায় ফুল দিয়ে করেছি ভুল
আছি এখন নিয়ে চোখের পানি
আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
ও হো হো ওও…
আসে না ঘুম আর দু-চোখের কোণে
রাত কেটে যায় তারা গুনে গুনে
হো… আসে না ঘুম আর দু-চোখের কোণে
রাত কেটে যায় তারা গুনে গুনে
একা করে আমায় তুই হারালি কোথায়
আজো তোকে ভেবে আমি উদাসী হই
তোর খোঁপায় ফুল দিয়ে করেছি ভুল
আছি এখন নিয়ে চোখের পানি
হুম… আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
আসমানি, আসমানি…
ভুলে গেছিস আমায়, আমি তা জানি
কন্ঠশিল্পীঃ এফ এ সুমন