আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন
আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন
দানা মেলে আকাশ সবুজ, আলোর উজান
হিমেল পরশ সেই দেশে আজ,
তুমি আমি দেবো উড়ান…
হো.. আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন
হাওয়াদের সুরে মন আজ রঙিন চাদর
কানে রোদ করে গুন গুন
সাদা মেঘ ছুঁয়ে মন দক্ষিণ দুয়ার
চোখে চাঁদ প্রেমের কাজল
ইয়ে.. প্রেমেদের প্রলয়ের শরতে ডুবে..
আগুনের শিখাদের আঁচে পুড়ে
দিতে চায় এ মন
হো.. আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন
বিশাদের পরে ভোর শিশির মেলা
হৃদয়ে খুশির জোয়ার
খোঁজে চোখ সীমাহীন ঐ অচিন আকাশ
তাই চেনা সুখের আঁচল
ইয়ে.. প্রেমেদের পাবনের গহীর ঝোরে
সূর্যের তাপে দিন অন্ধার শেষে
দিতে চাই এ মন..
আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন
ও.. দানা মেলে আকাশ সবুজ, আলোর উজান
হিমেল পরশ সেই দেশে আজ,
তুমি আমি দেবো উড়ান…
ইয়ে.. আলোক বর্ষ দূরে আজ উড়ে যেতে চায় যে মন