আর কোনো কথা না বলে – Arijit Singh & Madhubanti
যেভাবে
চালাবি চলবো
আমি তোর সাথে
যেভাবে জালাবি জলবো
আমি তোর হাতে
এ মরণ বার বার চায়
ও.. যে টুকু জানি তোকে মানি
যে টুকু জানি তোকে টানি
কাছাকাছি তোর চলে যাই
আর কোনো কথা না বলে
আরো কাছে আয় না তুই চলো
একা থাকা যায় না সহজে
এমন হলে (x2)
পারি না বোঝাতে লজ্জা কে
ভালোবাসি কত-টা তোকে
প্রেমেরা কি এরকম হয়
কিছু ঘুম আর কিছু ভোর
ও.. যে টুকু জানি তোকে মানি
যে টুকু জানি তোকে টানি
কাছাকাছি তোর চলে যাই
আর কোনো কথা না বলে
আরো কাছে আয় না তুই চলো
একা থাকা যায় না সহজে
এমন হলে (x2)
আমারও আবেশে হারালো মন
দেখিলে যখন-তখন
চলে যায় দক্ষিণ দুয়ার
আছে বল আর কি করার
ও.. যে টুকু জানি তোকে মানি
যে টুকু জানি তোকে টানি
কাছাকাছি তোর চলে যাই
আর কোনো কথা না বলে
আরো কাছে আয় না তুই চলো
একা থাকা যায় না সহজে
এমন হলে (x3)