আমি ঘড়ির কাটার মতো – Tanya Sen

আজ পাতার রাত সাতার
মাঝ পথে অন্ধকার
থেকে যায়, রেখে যায়, ঢেকে যায়
আনন্দে শহর
গাইছে গান দুলছে সব
আমার চোখে শূন্যতা
থেকে যায়, রেখে যায়, কেটে যায়
আরো একটা বছর
আর আশা নেই
ধুয়ে যাচ্ছে সময়
ধরা পড়ে যায়
আমাদের অভিনয়

আমি ঘড়ির কাটার মতো
ঘুরে যাই (x2)
সবাই থাকুক বছর
ঘরের অপেক্ষায়

কাল ভোরে সব ধূসর
কিছু মনে থাকবে না (x2)

রক্ত-পাথ কাঁচে হাত
এই রুমালে গন্ধ কার
থেকে যায়, রেখে যায়, মেখে যায়
সবার জীবন
মাখছি রঙ, সাজছি সঙ্গ
এই পার্থনা অন্য সুর..
ডেকে যায়, রেখে যায়, মেখে যায়
শুনছে কজন..
ওই চেনা যায়, আর ওই চেনা যায় না
এই কুয়াশায় সব বোঝা যায় না

আমি ঘরের কাঁথার মতো
ঘুরে যাই (x2)
সবাই থাকুক* বছর
ঘরের অপেক্ষায়

কাল ভোরে সব ধূসর
কিছু মনে থাকবে না (x3)

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *