আমি আমার মতো পুষেছি যত গোপন খত
আমার মন খরাপের দিন
আমার শীত-ঘুমের এই কফিন
তোমার সরিয়ে নেওয়া হাত
ছড়িয়ে থাকে অবসাদ
দিক-শূন্য হৃদয়-পুর
খুঁজি বরফ গলা সুর
এই অভিমানে যেন ধুয়ে যায় রোদ্দুর
আমি আমার মতো,
পুষেছি যত, গোপন খত
আমি আমাকে চিনি,
ডুবো নতুন-ই আমার এ কাহিনী
আবার এক রোদ্দুর এলো মন
হাত বাড়ালে এক মুঠো শ্রাবণ
জানি আমি অল্প আছি ঠিক
তবু কেনো মিলছে না উত্তর
আমার মন কেমনের মাস
একলা সে আকাশ
পরিচিত চোখ ঢাকা দেয়
নীল সানগ্লাস
আমি আমার মতো,
পুষেছি যত গোপন খত
আমি আমাকে চিনি,
ডুবো নতুন-ই আমার এ কাহিনী
লা লা লালা… হো হো..
হঠাৎ ঘুম ভাঙা এই সকাল
বলছে সূর্য উঠবে কাল
নতুন জন্মদিনের ভোর
জানান দিচ্ছে বসন্ত
হাসছে চিলেকোঠার ছাদ
আমার নামটা খারাপ আজ
ঝেঁঝট পেরিয়ে বাইপাস
ভালোথাকার ক্লাস
আমি আমার মতো,
পুষেছি যত গোপন খত
আমি আমাকে চিনি,
ডুবো নতুন-ই আমার এ কাহিনী [x২]