আমার মা সে আমার মা
দারুণ স্টাইল ভার্সাটাইল
মুক্ত ঝরা ফ্রি স্মাইল
অসাম কুক মিষ্টি-মুখ
আছো জুড়ে আমার বুক
যাকে ছাড়া এই লাইফ ভাবতে পারি না
আমার মা, আমার মা সে আমার মা [x২]
রাতদিন ক্লান্তিহীন
যেন আলাদিনের জীন
সাজ-সকাত ফুল্লে গাল
তুমি বুঝো আমার হাল
যাকে ছাড়া এই লাইফ ভাবতে পারি না
আমার মা, আমার মা সে আমার মা [x২]
মেয়েবেলার সঙ্গী খেলার তুমি আমার মা
তুমি আছো বলেই আছি যে আমি
গরম ভাতে নরম হাতে মনটা ভরে যায়
তুমি আমার জীবনে সবচেয়ে দামী….
যাকে ছাড়া এই লাইফ ভাবতে পারি না
আমার মা, আমার মা সে আমার মা [x২]