আমার মতো কে আছে বলো
আমার মতো.. কে আছে বলো..
বাঁশবে তোমায়.. এতো ভালো.. [x২]
আমি মনের দেয়ালে সুখের খেয়ালে
ফেলেছি যে তোমার আলো
তুমি চোখের আড়ালে কখনো হারালে
হয়ে যাবো এলোমেলো
আমার মতো.. কে আছে বলো..
বাঁশবে তোমায়.. এতো ভালো.. [x২]
ও.. স্বপ্নেরি মহনায়
সাজিয়েছি যে তোমায়
ভুলে যাবো কি করে
তোমারি ছায়ায় ফেলেছে মায়া যে
জীবনের পথ জুড়ে.. [x২]
আমি মনের দেয়ালে সুখের খেয়ালে
ফেলেছি যে তোমার আলো
তুমি চোখের আড়ালে কখনো হারালে
হয়ে যাবো এলোমেলো
আমার মতো.. কে আছে বলো..
বাঁশবে তোমায়.. এতো ভালো.. [x২]
হো.. চোখের ইশারায়
রেখেছি পাহাড়ায়
যেতে দেবোনা দূরে
তুমি হীন আমি যে
শুধু পাগলামি যে
হৃদয়-টা ভবঘুরে [x২]
আমি মনের দেয়ালে সুখের খেয়ালে
জেলেছি যে তোমার আলো….