আমার কথা রূপকথা দুই এক পাতা গল্প নয়
আমার কথা রূপকথা
দুই এক পাতা গল্প নয়
গ্রিটিংস কার্ডে লেখা
প্রেমের ছাপ অক্ষর নয়
কলেজের ক্যান্টিনে এই দুটি চোখ
আজো তোমার প্রতীক্ষায়
মাঝরাতে শুধু তোমাকে খোঁজা
ঘুম ঘুম স্বপ্নের আঙিনায়
আই লাভ ইউ, আই লাভ ইউ
যেখানে রাত থমকে
সেখানে চাঁদ জাগে
রাত জাগা কোন পাখি
চাঁদের আলোয় ভিজে
আমি একা জেগে বসে আছি
তুমি আছো আমার সঙ্গে
আমার চোখের তারায়
মনের গভীর সংগোপনে
আজ আমার প্রথম আলিঙ্গনে
উষ্ণ চুম্বনে
আই লাভ ইউ, আই লাভ ইউ
এমন রাতে যদি
বাঁধ ভাঙা বৃষ্টি হয়
উথ্থন থই থই জল
জলফোঁড়িং ছটফটায়
আমি একা জেগে বসে আছি
তুমি আছো আমার সঙ্গে
আমার চোখের তারায়
মনের গভীর সংগোপনে
আজ আমার প্রথম আলিঙ্গনে
উষ্ণ চুম্বনে
আই লাভ ইউ, আই লাভ ইউ