অভিমানী মন এই অভিমানী মন – Shadaab Hashmi
একই হলো শেষে কাছাকাছি
এসে কিনারা যে মিললো না (x2)
ও.. মন কী যে খোঁজে
এতো কিছু বোঝে
প্রেম কেন বুঝলো না
কেন দুজনেই হেরে যায় জিততে গিয়ে
আজও কেন সে লড়াই থামে না
কেন নিজেরাই থেকে যায়
প্রশ্ন হয়ে
কোনো উত্তর আর মেলে না..
অভিমানী মন, এই অভিমানী মন
অভিমানী মন মানে না..
অভিমানী মন, এই অভিমানী মন
এই অভিমানী মন মানে না..
আজ শুভদিনে,
ব্যথা ঢেকে মনে
মুখে হাসি এঁকে যায়
ফুল ছিঁড়ি, কাঁটা
পথে তবু হাঁটা
থামবে যে কে কোথায়
দুটি মন কি ভেসে যাবে
ভুলের স্রোতে?
কেউ ভুলটা নিজের দেখে না
কেন নিজেরাই থেকে যায়
প্রশ্ন হয়ে
কোনো উত্তর আর মেলে না..
অভিমানী মন, এই অভিমানী মন
অভিমানী মন মানে না..
অভিমানী মন, এই অভিমানী মন
এই অভিমানী মন মানে না..