অন্য কেউ থাকবে কাছাকাছি
ছুঁয়েছে হঠাৎ দিক প্রান্ত হাত
আজ এই শরীর..
ছুঁয়েছে যখন খুঁজে পায়নি মন
ছুঁয়ে নেয়নি গভীর..
ছুঁয়েছে হঠাৎ দিক প্রান্ত হাত
আজ এই শরীর..
ছুঁয়েছে যখন খুঁজে পায়নি মন
ছুঁয়ে নেয়নি গভীর..
আজ চারিদিকে ধুলো মাখামাখি
নিজের মুখোশে নিজেকেই ঢাকি
পেয়ে হরানো আপসোস না না পেয়ে
আজ চারিদিকে ধুলো মাখামাখি
নিজের মুখোশে নিজেকেই ঢাকি
পেয়ে হরানো আপসোস না না পেয়ে..
আজ রাতে বলা হবে না আমি আছি…
অন্য কেউ থাকবে কাছাকাছি..
আজ রাতে বলা হবে না আমি আছি…
অন্য কেউ থাকবে কাছাকাছি..
হাওয়া লাগে গায় রং বদলায়
নেয় অন্য গুলো সবাই মিলে মিশে যেতে চায়
পুরে গেছে ঠোঁট সাধ নেই কোনো
চোখে সানগ্লাস মনে শুধু অভিনয় অভিনয়
হাওয়া লাগে গায় রং বদলায়
নেয় অন্য গুলো সবাই মিলে মিশে যেতে চায়
পুরে গেছে ঠোঁট সাধ নেই কোনো
চোখে সানগ্লাস মনে শুধু অভিনয় অভিনয়
হয়তো সে আজ তোমার বুকে শোরে
জানি আজ রাতে অন্য কারুর হবে
খোঁটি নেই মিথ্যে বলায় বেঁচে আছি…..
আজ রাতে বলা হবে না আমি আছি..
অন্য কেউ থাকবে কাছাকাছি..
আজ রাতে বলা হবে না আমি আছি..
অন্য কেউ থাকবে কাছাকাছি..