অন্তরের ময়না – ইমরান
দূরে দূরে থাকিস কেনো
কাছে-তে আয় না
তোরে ছাড়া একলা থাকা
পরানে সয় না
আয় না কাছে-তে আয় না..হা..
তুই যে আমার জানেরি জান
তুই যে আমার জানেরি জান
অন্তরের ময়না [x২]
তোরে ছাড়া একলা থাকা
পরানে সয় না
তুই যে আমার জানেরি জান
অন্তরের ময়না
আকাশ ভরা চাঁদের আলো
দেখতে লাগে তোর অনেক ভালো [x২]
বন্ধু রে….
বন্ধু রে তোর কাজল কালো
চোখ লাগে যে আরো ভালো
তোরি সাথে অন্য কারো
তুলনা হয় না
তুই যে আমার জানেরি জান
তুই যে আমার জানেরি জান
অন্তরের ময়না [x২]
তোরে ছাড়া একলা থাকা
পরানে সয় না
তুই যে আমার জানেরি জান
অন্তরের ময়না
হৃদয়ে জুড়ে প্রেমের বাড়ি
যাব আজি আমি সঙ্গে তোরি
বন্ধু রে….
বন্ধু রে তোর ভালোবাসা
সদ্দ ফোটা ফুল জলে ভাসা
তোরি সাথে অন্য কারো
তুলনা হয় না
তুই যে আমার জানেরি জান