অন্তরে অন্তরে বুকের ভিতরে
যেদিকে যতদূর তাকাই
তোমাকে শুধুই খুঁজে পাই
একাকী একা একটি দিন
বাঁচার কোনো সাধ্য যে নাই
কেন এতো যে মায়া তোমার প্রেমে
তুমি হীন ভালো লাগে না
অন্তরে অন্তরে বুকের ভিতরে
করি শুধু তোমারি সাধনা
এই চোখের আড়ালে একটু হারালে
বাঁচেনা বাঁচে না কী যাতনা
এই দু-চোখে বোনা তোমার স্বপ্ন
সেই স্বপ্ন জুড়ে তুমি করো বিচরণ
ভালোবেসে আমি তোমাকে
বেঁধেছি প্রাণে এই প্রাণ
কী জাদু করেছো বলো না
হৃদয়ে লাগে যে এতো টান
দূরে হারিয়ে যেও না
অন্তরে অন্তরে বুকের ভিতরে
করি শুধু তোমারি সাধনা
আপনার চেয়ে তুমি আরো আপন
সুখে দুঃখে থাকো পাশে সারাজীবন
ভালোবেসে আমি তোমাকে
বেঁধেছি প্রাণে এই প্রাণ
কী জাদু করেছো বলো না
হৃদয়ে লাগে যে এতো টান
তুমি সুখের ঠিকানা
অন্তরে অন্তরে বুকের ভিতরে
করি শুধু তোমারি সাধনা
এই চোখের আড়ালে একটু হারালে
বাঁচেনা বাঁচে না কী যাতনা
যেদিকে যতদূর তাকাই
তোমাকে শুধুই খুঁজে পাই
একাকী একা একটি দিন
বাঁচার কোনো সাধ্য যে নাই
কেন এতো যে মায়া তোমার প্রেমে
তুমি হীন ভালো লাগে না..