অটোগ্রাফ দিও – Anupam Roy

খোলা মাথে পিছে-ফেলে ঘাসে
ছুঁটে যাওয়া
খোলা চুলে এলোমেলো খেলে
বিষণ্ণ হাওয়া
চোখ জলে দাঁতে-দাঁত চেপা
যেটার ক্ষিদে
সুযোগরজনী যুদ্ধ করে যেটা
কিসের জেদে..
আর একবার যেও তুমি
হেটে যেও হাত-তালির রাত
আর দেখো কত মানুষ
দাড়িয়ে, বাড়িয়ে হাত
অটোগ্রাফ দিও..
অটোগ্রাফ দিও.. ও হো
অটোগ্রাফ দিও..

যতবার তুমি আগুনে পুড়েছো
হয়েছো খাঁটি-সোনা
হাজারো চেষ্টায় মুছতে পারনি
ওরা তোমার নাম
এগিয়ে গিয়েছো জড়িয়ে ধরেছো
খুঁজেছো প্রাণ-তাজা
সময়ের সাথে বুঝিয়ে দিয়েছো তুমি
মহারাজা…

আর একবার যেও তুমি
হেটে যেও হাত-তালির রাত
আর দেখো কত মানুষ
দাড়িয়ে, বাড়িয়ে হাত
অটোগ্রাফ দিও..
অটোগ্রাফ দিও.. ও হো
অটোগ্রাফ দিও..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *