WRONG NUMBER Lyrics – Arijit Singh
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং কাটছে দিন
আর ভুল ভুল কাটছে রাত
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং কেউ তো নেই
রং নাম্বার আসতে থাক
চাঁদ দিয়ে রাত ঢাকা যায় নাকি
ফাঁদ পেতে চাক ধরে খায়
পাহাড়ের গায়ে লেখা চাঁদ মামা
বুট শুট পাল্টে যায়
জলে ঝোলে আর অম্বলে
সব রাজি তার যদি অর্ডার মেলে
ভেরি স্যাড, হয়ে আছি ভেরি স্যাড
তুমি আজ কেনো করো তাকে ম্যাড