U LA LA LA I Love You My Soniya Lyrics (উ লা লা লা) Gautam Sushmit
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা, ও সোনিয়া
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা।
করে যে দুরু দুরু দুরু দুরু মন আমার
করে যে দুরু দুরু মন আমার,
হলো যে শুরু শুরু শুরু শুরু দুজনে
চেনা পথ হারাবার।
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা, ও সোনিয়া
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা।।
একদিন তোমায় ঘিরে হবে উতলা এত
ভাবিনি জীবনে ভাবনা যত,
একদিন তোমায় ঘিরে হবে উতলা এত
ভাবিনি জীবনে ভাবনা যত,
বুঝিনি খুশিতে, আমাকে ভাসাতে
আসবে কাছেতে এই তুমি যে।
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা, ও সোনিয়া
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা।।
মন চায় প্রথম দেখার
স্মৃতি কে মনেতে রেখে
পথ চলি আগামীর স্বপ্ন এঁকে,
মন চায় প্রথম দেখার
স্মৃতি কে মনেতে রেখে
পথ চলি আগামীর স্বপ্ন এঁকে,
হোক না অচেনা, এ পথ অজানা
ভয় তো করি না আমরা যে আজ।
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা, ও সোনিয়া
উ লা লা লা আই লাভ ইউ মাই সোনিয়া
উ লা লা লা।
Next Song Lyrics : U LA LA LA I Love You My Soniya Lyrics (উ লা লা লা) Gautam Sushmit