STOBDHO JIBON LYRICS (স্তব্ধ জীবন)– Fossils 5 – Rupam Islam

স্তব্ধ জীবন গানের সম্পূর্ণ বাংলা লিরিক্স | ফসিলস ৫ অ্যালবাম | রূপম ইসলামের কণ্ঠ | ফসিলস ব্যান্ডের গান | Stobdho Jibon Lyrics | Fossils Band Song

গানের বিবরণ

🎵 গানের নাম: স্তব্ধ জীবন
🎞️ অ্যালবাম: ফসিলস ৫ (F5)
🎤 কণ্ঠশিল্পী: রূপম ইসলাম

ব্যান্ড মেম্বার্স

  • রূপম ইসলাম
  • অ্যালান তেমজেন আও
  • দীপ ঘোষ
  • চন্দ্রমৌলী বিশ্বাস
  • তন্ময় দাস

স্তব্ধ জীবন – বাংলা গানের সম্পূর্ণ লিরিক্স

স্তব্ধ জীবন চাই না চাইছি
মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে
নির্বাক গৌণতা (২x)

ভেঙে যাক তবে,
ভেঙেচুরে যাক এই অসহ্য মৌনতা
ভেঙে যাক তবে,
ভেঙেচুরে যাক এই অসহ্য মৌনতা

বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা

I am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না

গানে কেউ শুধু বিনোদন খোঁজে
আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ আর
স্তোকের আবর্জনা (২x)

শিকড়বিহীন মানুষকে
তুমি রূপকথা শুনিয়ো না (২x)

তুমি টুং টাং শুনো আমার বদলে
গালাগালি দিয়ো সহ্য না হলে
তবু এ কণ্ঠ কিনে নিতে পারবে না

তুমি ফিরে যাও কোনও জুরাসিক কালে
খুন করে ফেলো আমায়, না হলে
বেঁচে গেলে ফের পরাজিত হারবে না

বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা

I am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না

❓ Frequently Asked Questions

Q: স্তব্ধ জীবন গানটি কোন অ্যালবামের অংশ?
A: গানটি ফসিলস ৫ (F5) অ্যালবামের অন্তর্গত।

Q: গানটির গীতিকার কে?
A: গানটির গীতিকার রূপম ইসলাম।

Q: ফসিলস ব্যান্ডের বর্তমান সদস্য কারা?
A: রূপম ইসলাম, অ্যালান তেমজেন আও, দীপ ঘোষ, চন্দ্রমৌলী বিশ্বাস ও তন্ময় দাস।

Q: গানটি কোথায় শুনতে পাওয়া যাবে?
A: গানটি YouTube, Spotify সহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যায়।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *